মৌং নুরীর দায়েরকৃত মামলায় ফ্রন্ট, যুব ও ছাত্রসেনার ৭ নেতার জামিন

0

সিটি নিউজঃ ইসলামী বক্তা মৌলানা আবুল কাশেম নূরী কর্তৃক এডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালত চট্টগ্রামে মানহানি ও হুমকির অভিযোগে দায়েরকৃত সিআর-২৫৭/২০ (বায়েজিদ) মামলায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার ৭ জন নেতা

আজ বুধবার (৩১ মার্চ) জামিন লাভ করেছে। আসামীর তালিকায় রয়েছে বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সভাপতি জিএম শাহাদত হোছাইন মানিক, ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, যুবসেনার কেন্দ্রীয় সভাপতি গোলাম মুহাম্মদ ভূইয়া মানিক, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিম,যুবসেনার কেন্দ্রীয় সি: সহ-সভাপতি মোহাম্মদ আখতার হোসেন চৌধুরী, ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি সৈয়দ মুহাম্মদ খোবাইব।

সংগঠনের শীর্ষনেতাদের বিরুদ্ধে মামলাটি দণ্ডবিধি আইনের ৪৯৯,৫০০,৫০৬ ধারায় দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার তদন্তের স্বার্থে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর) কে নির্দেশ করিলে সংশ্লীষ্ট তদন্তকারী কর্মকর্তা জনাব মুহাম্মদ হাসান ইমাম পুলিশ পরিদর্শক (নি:) বিগত ২২/১১/২০ ইংরেজী তারিখে দণ্ডবিধির ৪৯৯/৫০০ ধারায় আসামীগণের বিরুদ্ধে কোনরূপ সত্যতা পাওয়া যায় নাই মর্মে প্রতিবেদন দাখিল করিলে বিজ্ঞ আদালত প্রতিবেদন গ্রহণক্রমে দণ্ডবিধির ৫০৬ ধারায় মামলাটি আমলে নিয়ে আসামীদের প্রতি সমন ইস্যু করে।

আসামীগণ অদ্য ধার্য্য তারিখে সমন প্রাপ্ত হয়ে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্নসমর্পন করেন। শুনানী অন্তে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের জামিন আবেদন মঞ্জুর করেন।

বাদী পক্ষে মামলার আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী মুহাম্মদ আবদৃর রশিদ। আসামী পক্ষে জামিন শুনানীতে অংশ নেন, বিজ্ঞ সিনিয়র আইনজীবী এডভোকেট মোজাম্মেল হক ফারুকী, এডভোকেট এডিএম আরুছুর রহমান, এডভোকেট এমরান নাঈম, এডভোকেট মিজানুর রহমান সামি, এডভোকেট মোতাহের হোসেন রাসিফ, এডভোকেট গোলাম ফারুক, এডভোকেট প্রতীত বড়ুয়া জনি, মুহাম্মদ ফরিদুল ইসলাম, মুহাম্মদ মামুনুর রশিদ, মুহাম্মদ ইশতিয়াক শিকদার প্রমুখ।

পরে মামলাটি বিচারের জন্য চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামে বিচারের জন্য প্রস্তুত পূর্বক বদলি করা হয়।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.