সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ করোনা আক্রান্ত

0

সিটি নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন করোনা ভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (৩১ মার্চ) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

তিনি জাতীয়তাবাদী আদর্শের সব সৈনিকসহ দেশের আপামর জনসাধারণের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে ড. মোশাররফ এর আশু রোগমুক্তি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেছেন। তারা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সর্বস্তরের নেতা-কর্মীসহ সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ করেছেন।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.