চন্দনাইশ বরকলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন ব্যারিস্টার আসিফ

0

সিটি নিউজ : চন্দনাইশ বরকল গাজী বাড়ীতে গত ২৭ ফেব্রুয়ারি আগুনে পুড়ে যাওয়া অসহায় ৭টি ঘর পরিদর্শন করেছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী,বাংলাদেশ আ:লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দীন আহমেদ আসিফ।

শুক্রবার ২ এপ্রিল সকালে বরকল গাজী বাড়ীতে গিয়ে অসহায় পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং তাদের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

জানা গেছে, গত শনিবার গভীর রাতে হঠাৎ আগুন লেগে যায়। এসময় প্রতিবেশীরা ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেন। চন্দনাইশ -আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগীতা নিয়ে প্রায় দু’ঘন্টা যাবৎ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
আগুনে ৬টি ঘর ৭ পরিবারের প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়।
উল্লেখ্য,যে ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দীন আহমেদ আসিফের পক্ষ থেকে ঘরপুড়ার পরপর তাৎক্ষনিক খাদ্য সামগ্রি সহযোগীতা প্রদান করা হয়। আজ দ্বিতীয় দফায় ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে টয়লেট সামগ্রী প্রদান করা হয়। আগামীতে পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সেনিটারি সামগ্রি প্রদানের সময় উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিশেষ পিপি এডভোকেট নজরুল ইসলাম সেন্টু, সংগঠক জিএম শাহাদত হোছাইন মানিক, শ্রমিক নেতা মুহাম্মদ সাইফুদ্দীন, সংগঠক মুহাম্মদ নাজিম উদ্দীন,জিএম সিরাজুল ইসলাম, মুহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী,মুহাম্মদ আমির হোসেন চৌধুরী,জিএম এহেছান হাবীব, জিএম মহিম,মুহাম্মদ ইদ্রীস মিয়া,মুহাম্মদ তৈয়ব আলী, মুহাম্মদ শমশু মিয়া,মুহাম্মদ খোরশেদুল আলম চৌধুরী প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.