নৌ-বাহিনীর ইসমাইল-শিরিনই দ্রুততম মানব-মানবী

0

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ নৌবাহিনীর সেই দুই অ্যাথলেটই বাংলাদেশ গেমসের দ্রুততম মানব মানবী হলেন।  তারা ৪৪তম জাতীয় আ্যাথলেটিকের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন। এবার তারা শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন।

শনিবার (৩ মার্চ) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নবম বাংলাদেশ গেমসে অ্যাথলেটিকের পুরুষদের ১০০ মিটারে মোহাম্মদ ইসমাইল ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে ট্র্যাক-অ্যান্ড ফিল্ডের রাজত্ব ধরে রেখেছেন।

রৌপ্য জিতেছেন একই সংস্থার আব্দুর রউফ। তিনি সময় নিয়েছেন ১০.৬০ সেকেন্ড। ১০.৭০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ বিমান বাহিনীর নাইম ইসলাম।

মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ ধরে রাখতে শিরিন আক্তার সময় নিয়েছেন ১১.৬০ সেকেন্ড। বাংলাদেশ সেনাবাহিনীর শরীফা খাতুন ১১.৭০ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য এবং বিকেএসপির সোনিয়া আক্তার ১২.১০ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.