জর্ডানের যুবরাজ ‘গৃহবন্দি’

0

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের রাজা আব্দুল্লাহর কট্টোর সমালোচক হিসেবে পরিচিত যুবরাজ হামজা বিন হুসেইন নিজেকে গৃহবন্দি বলে দাবি করেছেন। তার আইনজীবীর মাধ্যমে বিবিসির হাতে তুলে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি এ কথা জানিয়েছেন।

এদিকে, রাজা আব্দুল্লাহর সমালোচকদের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করছেন তার অংশ হিসেবেই হামজাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

তবে, জর্ডানের সামরিক বাহিনীর তরফ থেকে যুবরাজ হামজাকে গৃহবন্দি করে রাখার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

এর আগে, রাজার বিরুদ্ধে অভ্যুত্থান পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির শীর্ষ কয়েকজন নেতাকে আটকের খবর জানিয়েছিল বিবিসি।

জানা গেছে, যুবরাজ হামজা জর্ডানের কয়েকজন আদিবাসী নেতার সঙ্গে বৈঠক করে ফেরার পর থেকেই তিনি গৃহবন্দি রয়েছেন। হামজা ওই ভিডিও বার্তায় জানিয়েছেন, কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নন।

অন্যদিকে, ক্ষমতাসীন রাজা আব্দুল্লাহকে সমর্থন জানিয়েছে মিশর, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র।

সিটি নিউজ / এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.