আগামীকাল থেকে চট্টগ্রামসহ ১১ সিটিতে গণপরিবহন চলবে

0

সিটি নিউজ ডেস্ক : ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ১১ সিটি করপোরেশন এলাকায় অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। এ সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (৭ এপ্রিল) সকাল ৬টা থেকে এসব এলাকায় গণপরিবহন চালানো যাবে। তবে সন্ধ্যা ৬টার মধ্যেই বন্ধ করে দিতে হবে পরিবহন। আর এগুলো সিটি করপোরেশনের বাইরে যেতে পারবে না।

মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রামসহ সব সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন সার্ভিস চালু থাকবে। তবে শহরের বাইরের কোনো পরিবহন শহরে ঢুকতে পারবে না এবং বেরও হতে পারবে না।

এর আগে গত ৪ এপ্রিল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে লকডাউন শুরু হওয়ায় গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার।

সিটি নিউজ/ এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.