ভুজপুর নারায়ণহাট ক্লাবের নতুন কমিটি গঠন

ইদ্রিস আলম সভাপতি, শওকত আকবর সাধারণ সম্পাদক

0

সিটি নিউজ : ফটিকছড়ি ভুজপুর নারায়ণহাটে সামাজিক, সাংস্কৃতিক, অরাজনৈতিক ও মানবিক সংগঠন গঠনকল্পে ৮ এপ্রিল সন্ধ্যায় নারায়ণহাট আদর্শ ডিগ্রী কলেজ হল রুমে কাউন্সিল স্থায়ী কমিটির সদস্য মাস্টার এমরানুল করিমের সভাপতিত্বে এবং মোঃ আবুল হোসেন এর সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়।

এতে উদ্বোধনী বক্তব্য রাখেন নারায়ণহাট ক্লাবের উদ্যোক্তা মুহাম্মদ ইদ্রিস আলম। সভায় বক্তব্য রাখেন সার্ভেয়ার এম তৌহিদুল আলম মুন্সি, মির্জারহাট বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জানে আলম সুমন মুন্সি, নারায়ণহাট ইউনিয়ন গণগ্রন্থাগার এর আজীবন দাতা সদস্য মোঃ শওকত আকবর, চাঁদপুর নতুনপাড়া সমাজ পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ আজম উদ্দিন, মির্জারহাট বাজারের ব্যবসায়ী মুহাম্মদ রফিকুল ইসলাম, নারায়ণহাট বাজার ব্যবসায়ী মুহাম্মদ আরফাত। সকলের সর্বসম্মতিতে চেয়ারম্যান এম হারুন রশীদ, বিকাশ নন্দী, মোহাম্মদ নেজাম উদ্দিন, মোহাম্মদ শফিউল আজম বাবু, মোহাম্মদ জামাল মেম্বার, মাস্টার এমরানুল করিম, মুহাম্মদ রমজান আলী, মোহাম্মদ নুরুল আলম, এম তৌহিদুল আলম মুন্সি, মুহাম্মদ জানে আলম সুমন মুন্সি, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুহাম্মদ ইদ্রিস আলম, আলম মোঃ শওকত আকবর, বাবলু বিশ্বাস, আরমান আলম জিকু, ডাঃ ইব্রাহিম, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ আবুল হোসেন, মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মোঃ রফিকুল ইসলাম সহ ২১ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটি এবং মুহাম্মদ ইদ্রিস আলমকে সভাপতি ও মোঃ শওকত আকবরকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদের জন্য কমিটি ঘোষণা করা হয়।

নারায়ণহাট ক্লাব গঠনকল্পে বক্তারা বলেন, সমাজ উন্নয়নে সামাজিক সংগঠনসমূহের ভুমিকা অপরিসীম। যুব ও ছাত্র সমাজকে দেশের ভবিষ্যত সুনাগরিক হিসেবে গড়ে তুলে নেতৃত্বের উপযোগী করতে প্রত্যেক এলাকায় সামাজিক সেবাধর্মী সংগঠন গড়ে তোলা দরকার। সামাজিক সংগঠন মাধ্যমে স্থানীয়দের আন্তরিকতা বন্ধন সৃষ্টি হয়। এতে সংগঠনের বিশৃঙ্খলা দুরীভূত হয়।

সিটি নিউজ/ এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.