মাতৃত্বকালীন ছুটিতে পাকিস্তানের প্রথম ক্রিকেটার বিসমাহ

0

স্পোর্টস ডেস্ক : নতুন নিয়ম চালু হলো পাকিস্তান ক্রিকেটে। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য প্রথমবারের মতো চালু হয়েছে মাতৃত্বকালীন ছুটি। 

নিয়মানুযায়ী, প্রথমবারের মতো পাকিস্তানের এক ক্রিকেটার মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন। তিনি হলেন অধিনায়ক বিসমাহ মারুফ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই এই সুখবরটি জানিয়েছেন তিনি।

তবে ঠিক কতদিনের জন্য এই ক্রিকেটার মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন সেটি নির্দিষ্ট করে জানানো হয়নি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডর পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে এতদিন মেয়েদের জন্য কোনো মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা ছিল না। নতুন করে এই সুবিধা যুক্ত হচ্ছে। মাতৃত্বকালীন ছুটিতে থাকা অবস্থায় তিনি প্রতিমাসের বেতন নিয়মিত পাবেন। এছাড়া চুক্তিতে থাকা সব স্বাস্থ্যসেবাও তিনি পাবেন।

২৯ বছর বয়সী বিসমাহ মারুফ পিসিবির কেন্দ্রীয় চুক্তির ‘এ’ ক্যাটাগরিতে আছেন। পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১০৮টি ওয়ানডে খেলেছেন তিনি। যেখানে রান করেছেন ২ হাজার ৬০২।

সিটি নিউজ /এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.