ভারতকে কালো তালিকায় রাখার প্রস্তাব করলো যুক্তরাষ্ট্রের কমিশন

0

আন্তর্জাতিক ডেস্ক : ধর্মীয় স্বাধীনতা খর্বের কারণে ভারতকে টানা দ্বিতীয়বারের মতো কালো তালিকায় রাখার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের একটি কমিশন।

বুধবার (২১ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্সির দ্য ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ‘ভারতে ধর্মীয় স্বাধীনতা মারাত্মকভাবে খর্ব হচ্ছে।’

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিজেপি নেতৃত্বাধীন সরকার সিএএ চালু করেছে। এর মাধ্যমে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তানের অমুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। এটি কয়েক লাখ মুসলিমের আটক হওয়ার শঙ্কা বাড়িয়ে দিয়েছে।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘ধর্মীয় স্বাধীনতা ভারতে ক্রমাগত নিচের দিকে যাচ্ছে। দেশটিতে হিন্দুত্ববাদ মাথাচাড়া দিয়ে উঠছে।’

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, যেসব দেশ শেষ পর্যন্ত কালো তালিকায় পড়বে, তারা ভিন্ন ধর্মাবলম্বীদের রক্ষায় দৃশ্যমান কোনো পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্রের কোনো অবরোধের মুখোমুখি হবে অথবা দেশটির সহযোগিতা হারাবে।

সিটি নিউজ /এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.