প্রয়োজনে কারফিউ জারি করা উচিত বলে জানালেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা

0

বিনোদন ডেস্ক : অতিমারি কোভিড-১৯ ধাক্কায় আবারও পুরো দেশ। হঠাৎ করেই মৃত্যুর হার বেড়েছে। এমন চলতে থাকলে রোগীদের চিকিৎসা সেবা দেয়া সম্ভব হবে না বলে একাধিক সূত্র থেকে জানানো হয়েছে।

তবে চলমান লকডাউনও মানতে চাইছেন না অনেকে। ব্যবসায়ীরা শপিংমল ও মার্কেট খুলে দেয়ার দাবি জানাচ্ছেন। অন্যদিকে রেস্তোরা ব্যবসায়ীরা প্রতিষ্ঠান খোলার দাবি জানিয়ে আসছেন।

স্বল্প আয়ের মানুষরাও পড়েছেন বিপাকে। তবে পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে। সংক্রমণ বেড়েই যাচ্ছে। বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানালেন খ্যাতিমান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

তিনি মনে করেন, ‘লকডাউন আরো জোড়ালো করা উচিত, প্রয়োজনে কারফিউ জারি করা উচিত।’

নিজের ফেসবুকে গেলো রাতে সুবর্ণা মুস্তাফা লেখেন, ‘লকডাউন আরো জোড়ালোভাবে কার্যকর করা উচিত। আমরা এখনো মহামারির ভয়াবহতার মুখোমুখী হইনি, কিন্তু সেদিকেই যাচ্ছি। প্রয়োজনে সরকারের উচিত কারফিউ জারি করা। কারণ জীবন আগে।’

সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্ত হয়ে কিংবদন্তি অভিনেত্রী কবরী, অভিনেতা মহসিন, কণ্ঠশিল্পী মিতা হকের মতো গুণী শিল্পীরা মারা গেছেন। এছাড়া নায়ক আলমগীরসহ অনেকেই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

সিটি নিউজ /এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.