বাঁশখালীতে ধান কাটাকে কেন্দ্র করে গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৩

0

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীর গন্ডামারায় ধান কাটাকে কেন্দ্র করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন ছররা গুলি গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার সকাল নয়টার দিকে গন্ডমারার বাদামতলীতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় আহতরা হলেন, মো. শাহআলম (৬০), আবু সালাম (৩৫) এবং আব্দুল আলিম (১৪)। এরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের স্বজন মোহাম্মদ ইকবাল বলেন, সকালে শাহ আলমরা বিলে ধান কাটতে যায়। সেখানে হোসেন মাঝি নামের এক ব্যক্তি তাদের ধান কাটতে বাধা দেয়। এক পর্যায়ে হোসেন মাঝি ধান কাটতে আসা লোকজনকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

তিনি আরো বলেন, গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী সালিশ করে বিষয়টির সমাধান করেছিলেন। রায় আমাদের পক্ষে এসেছিল। এরপরেও হোসেন মাঝি ঘটনাটি ঘটিয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর বলেন, ধান কাটার ঘটনায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সিটি নিউজ/এসআরএস/কেবি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.