চমেক ‘জীবন বাঁচাতে বীরেরা’ নামীয় দেয়ালিকা উদ্বোধন

0

সিটি নিউজ,চট্টগ্রাম : পোস্টগ্রাজুয়েট স্টুডেন্টস ডক্টরস এসোসিয়েশন, চমেক(ডা.সাইফ-ডা.বাদল কার্যকরী কমিটি) কর্তৃক মুজিব শতবর্ষে ‘মুজিব কর্ণার’ এবং কোভিড১৯ বিশ্বমারীতে শহিদ চিকিৎসকদের স্মরনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টরস ক্যাফেটোরিয়ার সম্মুখে ‘জীবন বাঁচাতে বীরেরা’ নামীয় দেয়ালিকা উদ্বোধন করা হয়।
‘মুজিব কর্ণার ‘ উদ্বোধন করেন পোস্টগ্রাজুয়েট স্টুডেন্টস ডক্টরস এসোসিয়েশনের সম্মানীত উপদেষ্টা ডা.দিলীপ চৌধুরী ‘জীবন বাঁচাতে বীরেরা’ নামীয় দেয়ালিকা উদ্বোধন করেন উপদেষ্টা ডা.পার্থ ভট্টাচার্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোস্টগ্রাজুয়েট স্টুডেন্টস ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা.সাইফউদ্দিন আহমেদ,সাধারন সম্পাদক ডা.মো.সাইফুল ইসলাম বাদল,সহ-সভাপতি ডা.কামালউদ্দিন মজুমদার,ডা.রমজান আলী সেলিম,সাংগঠনিক সম্পাদক ডা.সৈয়দ হোসেন সাইফ,ডা.তারেক উল কাদের,ডা.মুকুট,ডা.দেবান্কুর সরকার প্রাচী,ডা.আবীরুল ইসলাম,ডা.সুব্রত দে,ডা.আনোয়ার সাঈদ, ও ডা.পার্থ প্রতিম। এছাড়া আরো উপস্থিত ছিলেন ডা.মেজবাউল ইসলাম সৌরভ,ডা.ওয়াসিম সাজ্জাত রানা,ডা.হাবিবু রহমান,ডা.ওসমান,ডা.তাজওয়ার অয়ন, আল আমিন শিমুল প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.