ওমান প্রবাসীরা ঈদে দেশে ফেরা নিয়ে শংকিত- সিরাজুল হক

0

জুবায়ের সিদ্দিকী : ওমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে থাকলেও বাংলাদেশ সিভিল এভিয়েশনের আরোপিত বিধিনিষেধের কারনে ওমান প্রবাসীরা এবার দেশে এসে ঈদ করতে পারবেন না। হঠাৎ করে সিভিল এভিয়েশনের এ ধরনের হঠকারী সিদ্ধান্তের কারনে অনেক ওমান প্রবাসীরা শংকিত। যারা আগে টিকেট কেটে রেখেছিল তাদের টিকেটও গচ্ছা যাবার উপক্রম হয়েছে।

কারন প্রবাসীরা দেশে আসতে সরকার তথা দূতাবাসের অনুমতি নেয়ার কথা বলেছে। সেক্ষেত্রে ওমান প্রবাসীরা সংশ্লিষ্ট দূতাবাসে গিয়ে অনুমতি নেয়া সময় ও ব্যায পাপেক্ষ ব্যাপার। আর দেশে আসলেও ১৫ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এ ব্যাপারে ওমানস্থ বাংলাদেশ সোস্যাল ক্লাবের সভাপতি সিরাজুল হক বলেন, সিভিল এভিয়েশন অথরিটির হঠকারী সিদ্ধান্তের কারনে অনেক ওমান প্রবাসী দেশে গিয়ে পবিত্র ঈদ করতে পারবেন না। ওমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও অন্য ১১টি দেশের সাথে ওমানকে যুক্ত করে দেয় সিভিল এভিয়েশন।
অনেক প্রবাসী ঈদে বাড়ী যাবেন সে উদ্দেশ্যে অগ্রিম টিকেট কেটেছেন। এখন সিভিল এভিয়েশন পরিপত্রে বলেছেন, প্রবাসীরা দেশে যেতে সরকারের অনুমতি লাগবে। এ অনুমতি নেওয়া অধিকাংশ প্রবাসীর পক্ষে সম্ভব না।  আবার দেশে গিয়ে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। মানে ঈদে অংশ নেওয়া আর সম্ভব হবে না।

তিনি আরো বলেন ওমানে করোনা পরিস্থিতি বর্তমানে ভালো। তাই এটা বিবেচনায় এনে সিভিল এভিয়েশনের আরোপিত বিধিনিষেধ থেকে সালতানাত অব ওমানকে বাদ দিলে ওমান প্রবাসীরা দেশে গিয়ে পরিবার পরিজনের সাথে পবিত্র ঈদ পার্বনে অংশ নিতে পারবে।

জানা গেছে, সিভিল এভিয়েশন অথরিটি বিমান চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। যা গত ১ মে থেকে কার্যকর হয়েছে। তাতে বলা হয় ভারত, সাইপ্রাস, দক্ষিণ আফ্রিকা, ওমান, ইরান, ব্রাজিলসহ মোট ১২টি দেশ হতে যাত্রা শুরু করে কেউ সরাসরি বা অন্য দেশে ট্রানজিট নিয়ে বাংলাদেশে আসতে পারবেন না। বাংলাদেশ থেকেও কেউ উক্ত দেশগুলিতে যেতে পারবেন না।

বিধিনিষেধে আরো বলা হয়, প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা বিগত ১৫ দিনের মধ্যে উক্ত ১২ টি দেশের কোন একটিতে ভিজিটে গেছেন তারা সরকারের বিশেষ অনুমতি সাপেক্ষে বাংলাদেশে ফিরতে পারবেন। তবে এক্ষেত্রে বাংলাদেশে পৌঁছার পর তাদেরকে সরকার অনুমোদিত কোন হোটেলে নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.