বাঁশখালীর বৈলছ‌ড়ি‌তে ৫ শত প‌রিবার পেল প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ

0

বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে চট্টগ্রাম জেলা প্রসাশন উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা হিসেবে দু:স্থ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। আজ সোমবার (৩ এপ্রিল) সকালে বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী কার্য নগদ অর্থ সহয়তা বিতরণ করা হয়েছে।

বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মোঃ কপিল উদ্দীনের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার বাঁশখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ,ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আলাউদ্দীন সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগন সহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় পবিত্র রমজান উপলক্ষে ৫ শত পরিবারের মাঝে নগদ ত্রাণ কার্য নগদ অর্থ সহয়তা বিতরণ করা হয়েছে।

এ সময় চেয়ারম্যান কফিল উদ্দীন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের অধীনে চট্টগ্রাম জেলা প্রসাশনের উদ্যোগে
বাঁশখালী বাসীর প্রিয় নেতা মাননীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর দিক নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা হিসেবে দু:স্থ ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। আমি আমার অত্র ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাঁশখালী সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

সিটি নিউজ/এসআরএস / কেবি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.