চট্টগ্রাম মহানগরীর বীর মুক্তিযোদ্ধারা পেল প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহার

সমৃদ্ধ দেশ গড়ার যুদ্ধে এগিয়ে আসুন: অতি.জেলা প্রশাসক

0

সিটি নিউজ: কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের অধীন ২২১ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ৩ মে ২০২১ ইংরেজি সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে নগরীর দারুল ফজল মার্কেটস্থ সংসদের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার সামমগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া। প্রতি প্যাকেট ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল-১০ কেজি চাল, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ৫ প্যাকেট সেমাই ও ১টিঁ লুঙ্গি।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দের সঞ্চালনায় অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী আহসান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুছা নাছের চৌধুরী। বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম স্বাক্ষী বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তার কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি ও সংগঠনের মহানগর কমিটির সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান প্রমূখ। মহানগর মুক্তিযোদ্ধা সংসদের অধীন সকাল থানা কমান্ডার, ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম জাকারিয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে এ দেশ স্বাধীন করেছেন। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের সকলের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বংলাদেশ এখন বিশে উন্নয়নের রোল মডেল। আগামী ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, মহামারী করোনা থেকে রক্ষা পেতে হলে মাস্ক পরিধানের পাশাপাশি শতভাগ স্বাস্থ্যবিধি মানতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। জরুরী প্রয়োজনে ঘরের বাইরে গেলে একজন আরেক জনের কাছ থেকে কমপক্ষে ৩ ফুট দুরত্ব বজায় রাখতে হবে।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.