ঈদে বিটিভিতে স্পেশাল চার নাটক

0

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরকে সামনে রেখে বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাদেশ টেলিভিশন। তার মধ্যে রয়েছে চারটি বিশেষ নাটক। নাটকগুলোর মধ্যে রয়েছে ‘ফুফুর ঈদ’, ‘শূন্য ঘরে পূর্ণ জীবন’, ‘বিবাহ বিভ্রাট’ এবং ‘আহ্লাদে আটখানা’।

ঈদের আগের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে নাটক ‘ফুফুর ঈদ’। ফজলুল করিমের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদ সাজ্জাদ, মিলি বাশার, আল মামুন, মুনিরা মেমি, রওনক হাসান প্রমুখ।

মাসুম রেজার রচনা এবং ঈমাম হোসাইনের প্রযোজনায় ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে বিশেষ নাটক ‘শূন্য ঘরে পূর্ণ জীবন’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুল ইসলাম, ফারহানা মিলি, আফজাল শরীফ, সাবেরী আলম, জিয়াউল হাসান কিসলু, শিরিন আলম, ডা. এজাজ, মোস্তাফিজুর রহমান, সুষমা সরকার প্রমুখ।

ঈদের ২য় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচার হবে নাটক ‘বিবাহ বিভ্রাট’। রেজাউর রহমান ইজাজের রচনায় এটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ। এই নাটকে অভিনয় করেছেন ইমতু রাতিশ, নাদিয়া, মনিরা মিঠু, ঝুনা চৌধুরী, আব্দুল্লাহ রানা, স্বপ্না বেগম, মাসুদুজ্জামান, হাফিজুর রহমান সুরুজ, রফিকুল্লাহ সেলিম প্রমুখ।

মাতিয়া বানু শুকুর রচনায় এবং মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় নাটক ‘আহ্লাদে আটখানা’ প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। বিশেষ এ নাটকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, উর্মিলা শ্রাবন্তী কর, মাসুম বাসার, শিল্পী সরকার অপু, রিমি করিম, আলমগীর কবির, মনোয়ার হোসেন, কাজী শামসুর রহমান প্রমুখ।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.