দেশে আজ ৩০ গ্রামে ঈদ উদযাপন হচ্ছে

0

সিটি নিউজ ডেস্ক : বিশ্বের ৭টি দেশের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৩০টি গ্রামে ১৫ হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর পালন করেছেন।

বুধবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার বদরপুর দরবার শরিফে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দরবার শরিফের খাদেম শফিকুল আলম গনি জামাতের ইমামতি করেন।

বদরপুর দরবার শরিফের খাদেম শফিকুল আলম গনি বলেন, বিশ্বে যে কোনো দেশে যদি চাঁদ দেখা যায় তার সঙ্গে সংগতি রেখে ১৯২৮ সাল থেকে এখানকার গ্রামবাসীরা একদিন আগে থেকে রোজা রাখা শুরু করে। তাই মঙ্গলবার (১১ মে) সন্ধ্যায় বিশ্বের ৭টি দেশে ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে। এরই ধারাবাহিকতায় আমরা আজ ঈদুল ফিতর উদযাপন করছি।

জেলার ৩০টি গ্রামের মধ্যে রয়েছে গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিণ দেবপুর।

মঙ্গলবার (১১ মে) রাতে সোমালিয়া, নাইজেরিয়া, পাকিস্তানের কিছু অংশসহ বিশ্বের ৭টি দেশে চাঁদ দেখা যায়।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.