ঈদের নামাজ নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ

0

সিটি নিউজ : স্বাস্থ্যবিধি মেনে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বুধবার (১২ মে) রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে তিনি এ নির্দেশ দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, আমি দৃঢ় কণ্ঠে আপনাদের জানাচ্ছি, পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাবলীসহ গত ২৬ এপ্রিল ধর্মমন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতের বিষয়ে উক্ত বিজ্ঞপ্তি বহাল থাকবে।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করুন। সবাইকে ঈদের শুভেচ্ছা।

এর আগে ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনায় এ বছর ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ করা হলো। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের আয়োজন করা যাবে।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.