লায়ন্স ক্লাব চিটাগাং প্রেসিডেন্সীর নতুন কমিটি গঠন

0

নিজস্ব প্রতিবেদক : ২০২১-২২ সেবাবর্ষে জন্য লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন লায়ন মাহমুদ হাসান। সেক্রেটারি হিসেবে লায়ন রিদওয়ান-উল-হক ও ট্রেজারার হিসেবে কাজী রাকিবুল ফায়েজ মনোনীত হয়েছেন।

সম্প্রতি ক্লাবের এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি লায়ন মাহমুদ হাসান স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি রসিদ বিল্ডিংস্থ “বড় বাড়ি” নিবাসী বিশিষ্ট সমাজসেবক মরহুম লায়ন আলহাজ্ব মোহাম্মদ কিবরিয়ার একমাত্র পুত্র।

নবগঠিত কমিটির সভাপতি লায়ন মাহমুদ হাসান বলেন, ‘আগামী ১ জুলাই থেকে নতুন কমিটির সদস্যরা দায়িত্ব পালন শুরু করবে।’

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.