সরকার সামগ্রীক উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে-নজরুল ইসলাম এমপি

চন্দনাইশ বরমা হরি মন্দির নির্মাণ কাজ উদ্বোধন

0

সিটি নিউজ ডেস্ক : পাট ও বস্ত্র এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন- বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সৃষ্ট বাংলাদেশে প্রত্যেকেই স্বাধীনভাবে ধর্ম চর্চা করে। প্রত্যেক ধর্মই মানবতার শিক্ষা দেয়। ধর্ম মানুষকে মহৎ ও জাতিকে উন্নত করে। তবে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দেশের সকলই ঐক্যবদ্ধ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের যেমন ব্যাপক উন্নয়ন হচ্ছে ঠিক তেমনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও কাজ হচ্ছে। তিনি ২৭ মে বৃহস্পতিবার বিকেলে চন্দনাইশের ধামাইর হাটস্থ বরমা শ্রী শ্রী হরি মন্দির ভবন পুননির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ। উদ্বোধক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি উত্তম কুমার শর্মা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবীবুর রহমান, বরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সরকার, এডভোকেট কবিশেখর নাথ পিন্টু, অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবীব, চন্দনাইশ শিক্ষক সমিতির সভাপতি এ এইচ এম সৈয়দ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল আজম কাজমী, সেক্রেটারী গাজী মোঃ সালাউদ্দিন, সাবেক সেক্রেটারী মোঃ হারুন সওদাগর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, মাস্টার রতন চক্রবর্ত্তী, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আবু জাফর, মেম্বার অমর কান্তি ভট্টাচার্য্য, গৌরাঙ্গ চক্রবর্তী, ভূপাল বিশ্বাস ও বরমা প্রেসক্লাব সেক্রেটারি বিমল তালুকদার।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পূজা উদযাপন পরিষদের নেতা বলরাম চক্রবর্ত্তীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের আহবায়ক কৃষ্ণ চক্রবর্ত্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তপন চক্রবতী, বিকাশ মজুমদার, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সুব্রত বড়–য়া, লিটন দাশ, সজল চৌধুরী, স্বপন সেন, পরিতোষ সুশীল, আনোয়ারুল ইসলাম, সেলিম উদ্দীন, শাখাওয়াত হোসেন টিপু, বিধান দত্ত, রিপন দাশগুপ্ত, সনজয় সেন, বিকাশ তালুকদার, মিন্টু দেব, মিঠু বসু, রুবেল চক্রবর্ত্তী, অপু কুমার দাশ, টিটন দাশ, সুশান্ত চক্রবর্ত্তী, জয়দেব গাঙ্গুলী, লিটন দেব, মিঠন শীল, রাজীব আচার্য্য, প্রিয়তোষ চক্রবর্ত্তী, রাজীব দাশ, রিগেন পাল, অপু সেন, ছাত্রলীগ নেতা দেবু দাশ, সৌরভ দাশ শুভ্র, দেলোয়ার হোসেন মানিক, রুমি, হাসিব প্রমুখ।

পরে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে বরমা শ্রী শ্রী হরি মন্দির ভবন পুননির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।

সিটি নিউজ /এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.