বাঁশখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী. আ‌লোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন

0

বাঁশখালী প্রতিনিধিঃ “পুষ্টি মেধা,দারিদ্র বিমোচন, প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন”প্রাণীসম্পদ প্রদর্শনী

উপলক্ষে বাঁশখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে আজ শনিবার (৫ জুন) প্রদর্শনী উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়ার সার্বিক ব্যবস্থাপনায় ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতগনপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রে অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম -১৬ বাঁশখালী আসনের সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,বাঁশখালী থানার পু‌লিশ প‌রিদর্শক তদন্ত
আজিজুর ইসলাম,বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম,‌ পৌরসভা আওয়ামীলী‌গের যুগ্ন আহবায়ক এডভোকেট তোফাইল বিন হোসাইন, আওয়ামীলীগ সেতা জাফর আহমদ,পৌরসভা যুবলী‌গের আহবায়ক মোঃহামিদ উল্লাহ, এস আই নাজমুল হক জয়, এস আই আকতার হোসেন,মাওলানা আক্তার হোসেন, যুবলীগ নেতা খুরশীদুল হক প্রমুখ।

প্রধান অ‌তি‌থি সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।ব‌লেন, বর্তমান সরকার দে‌শের প্রা‌ণিজ আ‌মিষ‌সের মাধ‌্যমে পু‌ষ্টি চা‌হিদা পুর‌নের জন‌্য কাজ ক‌রে যা‌চ্ছে ।

তারই ধারাবা‌হিকতায় দে‌শে আজ বি‌ভিন্ন ধর‌নের পশু পা‌খি পালন ক‌রে আত্ন‌নির্ভরশীল হ‌চ্ছে অ‌নে‌কে ।

অনুষ্টান সঞ্চালনায় ছি‌লেন ডাঃ তানজীর হো‌সেন চৌধুরী । অনুস্টা‌নে ৫০ টি প্রদর্শনীতে বাঁশখালী উপজেলার খামারীরা উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস—মুরগি, শৌখিন পাখি (কবুতর, ময়না, টিয়া, ঘুঘু প্রভৃতি), ঘারল,ব্লেক বেন্গল, প্রাণী প্রযুক্তি, বিভিন্ন দুগ্ধজাত পণ্য (মিষ্টি, দই, ঘি, মাখন, ছানা প্রভৃতি), মাংস,রাজ হাঁস, প্রক্রিয়াজাত পণ্য ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করেন। অনুষ্টা‌নে প্রদর্শনী‌তে অংশগ্রহনকা‌রি সবাই‌কে পুরস্কৃত করা হয় ।

সিটি নিউজ/এসআরএস

কল‌্যাণ বড়ুয়া মুক্তা
বাঁশখালী ০৫.০৬.২০২১
০১৭১২৭৭০৫৪১

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.