ভাটিয়ারী মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার টি.এম ইসমাঈলের ইন্তেকাল

0

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন মুক্তিযুদ্ধা সংসদের কমান্ডার,ভাটিয়ারী মুক্তিযোদ্ধা মেমোরিয়াল হাসপাতাল ও ভাটিয়ারী শহীদ মিনারের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা টি.এম ইসমাঈল (৮২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেঊন) আজ শনিবার দুপুর দেড়টার সময় নগরীর একটি বেসরকারি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বীর মুক্তিযোদ্ধা টি এম ইসমাঈল দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। তিনি ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোডের পশ্চিম পার্শ্বে মিরবাগ নিবাসী মরহুম সৈয়দুর রহমানের ১ম পূত্র।

মৃত্যুকালে তিনি দুই পুত্র,দুই কন্যা, স্ত্রীসহ বহু গুনাগ্রাহী রেখে যান। জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা টি এম ইসমাইল ভাটিয়ারী ইউনিয়ন মুক্তিযুদ্ধা সংসদের ৩৪ বছর যাবত কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন, এছাড়া তিনি শহীদদের স্বরনে নির্মিত ভাটিয়ারী স্নৃতিসৌধ এবং মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য সেবার লক্ষ্যে ভাটিয়ারী মুক্তিযোদ্ধা মেমোরিয়াল হাসপাতাল প্রতিষ্ঠা করেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা টি এম ইসমাইল এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এস.এম.আল মামুন, সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক রিয়াদ জিলান, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস সচিব লায়ন মোঃ গিয়াস উদ্দিনসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ মরহুমের শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.