বোয়ালখালীতে জাল দলিল সৃজনের মামলায় গ্রেফতার ১

0

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে জাল দলিল সৃজনের অভিযোগে দায়েরকৃত মামলায় নবী আলম (৫০) নামের এক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। নবী আলম উপজেলার কধুরখীলের মৃত আলহাজ্ব নুরুল আলমের ছেলে।

মঙ্গলবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার কধুরখীল থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন থানার উপ-পরিদর্শক মো.কুদ্দুছ।

তিনি জানান, আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত সিআর মামলার আসামী নবী আলম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি সৃজিত দলিলে দাতার সনাক্তকারী ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি বোয়ালখালী সাব রেজিষ্ট্রী অফিসে নগরীর মোহরা এলাকার বদরুল কামাল কাদেরীর কধুরখীল এলাকার একটি জায়গা জাল জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ও অন্য এক ব্যক্তিকে বদরুল কামাল কাদেরী সাজিয়ে দলিল সম্পাদন করে একটি চক্র। বিষয়টি জানতে পেরে ২০১৯ সালের ৩১ মার্চ দলিল গ্রহীতা, লেখক, সানক্তকারী ও সাক্ষীদের বিরুদ্ধে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামে মামলা দায়ের করেন বদরুল কামাল কাদেরী।

 

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.