আইয়ের ভাতের গাড়ী

0

সিটি নিউজ: মহানগরী চট্টগ্রামের অলিতে গলিতে থানা পুলিশের টহল চোখে পড়ে।  এরা পিকআপে বসেই টহল দেন।  কোথাও কোন সমস্যা হলে গাড়ী থেকে নামেন।

তবে এই টহল গাড়ীতে প্রধান কাজ হচ্ছে অপরাধের স্পট।  যেমন লোহালক্করের দোকান, মাদক বিক্রেতা, পতিতা র্নিভর আবাসিক হোটেল, মদের দোকানসহ নানা স্পট থেকে চাঁদা আদায় করা।  ডবলমুড়িং থানা এলাকায় লোহালক্করের দোকান থেকে সকাল ও বিকালে টহল পুলিশ এসে চাঁদা সংগ্রহ করে বলে স্থানীয়রা জানান।

হাজীপাড়ায় লোহালক্কর ব্যবসায়ী চান্দু বললেন, আইয়ের ভাতের গাড়ী, ট্যায়ারলাই আইয়ের।  তিনি বলেন, এরা গাড়ী নিয়ে বের হয়েই চাঁদা সংগ্রহ করে।  টহল মানেই চাঁদাবাজি।

সিটি নিউজ /এসআরএস / জস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.