সৈয়দ আহমদ শাহ সিরিকোটি ইসলামের সমুজ্জ্বল বাতিঘর

বরমা গাউছিয়া কমিটির সভায় বক্তারা

0

সিটি নিউজ ডেস্ক : গাউসিয়া কমিটি বাংলাদেশ বরমা ইউনিয়ন শাখার উদ্দ্যোগে অদ্য ২৭ জুন বিকালে চন্দনাইশ বরকল মৌলভী বাজারস্থ মোস্তাফা কনভেনশন সেন্টারে পেশওয়ায়ে আহলে সুন্নাত, আওলাদে রাসুল (দরূদ) আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (রহ:)’র সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।

মুহাম্মদ ফোরকান সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ (কমিশনার)।

উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় অর্থ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দীন সবুর। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার। বিশেষ অতিথি ছিলেন মাস্টার মুহাম্মদ হাবিবুল্লাহ,মাওলানা মুহাম্মদ আবদুল গফুর খান,আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম।

আলোচনায় বক্তারা বলেন, শাহানশাহ্ সিরিকোট আল্লামা হাফেজ সৈয়্যদ আহমদ শাহ্ সিরিকোটি পেশোয়ারী (র.) এমন এক বাতিঘর ছিলেন যে, যার রশ্মিতে আলোকিত হয়েছে সুদূর আফ্রিকা, বার্মা, বাংলা, পাক-ভারতসহ এশিয়ার বিশাল এক ভূখন্ড। তিনি ছিলেন বংশ পরম্পরায় ইমাম হোসাইন (রা)’র ৩৬ তম অধঃস্তন পুরুষ। ইসলামের জন্য নিবেদিত বীর পূর্বপুরুষদের ত্যাগের ঐতিহ্য বজায় রেখে তাঁর দীর্ঘ ১০৮ বছরের ইহজীবনের সবটুকুই উৎসর্গ করেছিলেন শরিয়ত-ত্বরিকতের বেমেসাল খেদমতে। তার প্রতিষ্ঠিত আন্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এদেশের সুন্নিদের আশা-ভরসার জায়গা হিসেবে দেখা হয়। তিনি ইসলামের সমুজ্জ্বল বাতিঘর। হাজী মুহাম্মদ ফেরদৌস আলমের পরিচালনায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু তাহের,ডাঃ শাহ আলম, মোস্তফা কামাল মন্টু, হারুনুর রশিদ মেম্বার, আবুল মঞ্জুর চৌধুরী মেম্বার, কাজী জাকের হোসেন, মোস্তাফিজুর রহমান মেম্বার হাজী নওশা মিয়া মেম্বার, শাহ আলম মেম্বার, মোহাম্মদ আব্দুল মতিন, জাবেদ মোহাম্মদ গউস মিল্টন, আলহাজ্ব আব্দুল মন্নান চৌধুরী, সরওয়ার কামাল লিটন, জাহাঙ্গীর আলম, মাওলানা ওসমান গনী, নাছির উদ্দিন চৌধুরী, মিজানুর রহমান হাসান,
মাওলানা মাহবুব আলম, মাওলানা কামরুদ্দীন নুরী, এ কে এম নাইম উদ্দিন, আবু সাঈদ আসিফ প্রমূখ।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.