চীন থেকে এলো সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা

0

সিটি নিউজ ডেস্ক : চীন থেকে ঢাকা এসে পৌঁছেছে করোনাভাইরাসের টিকা। শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টায় বেইজিং থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে চীনের সিনোফার্ম উদ্ভাবিত ১০ লাখ ডোজ টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক। এসব টিকা কোথায় রাখা হবে এমন প্রশ্নের উত্তরে বাংলা ট্রিবিউনকে তিনি জানান, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) ব্যবস্থাপনায় এ টিকা সংরক্ষণ করা হবে। সেখানে সব ব্যবস্থা করা আছে।

চীনের সাথে বাণিজ্যিক চুক্তির আওতায় কেনা দেড় কোটি ডোজ টিকার প্রথম চালান এটি। আজ শেষ রাতে আরও একটি ফ্লাইটে টিকার আরেকটি চালান চীন থেকে আসবে বলে সূত্র জানায়।

এর আগে শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় জাতিসংঘের কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি ১২ লাখ টিকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছে।

উল্লেখ্য, চীন এর আগে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.