সুজিত দও,পটিয়া প্রতিনিধি: পটিয়ায় হাইদগাঁও ইউনিয়নে একটি কালর্ভাটের ওয়াল ধসে পড়েছে। যে কোন সময়ে পুরো কালভার্টটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
পটিয়া হাইদগাঁও – কেলিশহর সড়কের বট্টলবাড়ি এলাকায় গত ৭ দিন আগে কালর্ভাটের ইউ ওয়াল ভেঙে গেলেও নির্মানের জন্য কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ বর্ষার মওসুমে এলাকার পানি চলাচলের একমাত্র রাস্তা। হাইদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউনুচ মিঞাকে এলাকাবাসী জানান। কালভার্টের ইউ ওয়াল ভেঙে পড়ায় হাইদগাঁও এলাকার শত নারী-পুরুষ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার।
স্হানীয় এলাকাবাসী পটিয়া হাইদগাঁও ইউনিয়নে উন্নয়ন সমন্বয়কারী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা বিজন চক্রবর্ত্তীর সুদৃষ্টি কামনা করেছেন।
হাইদগাঁও ইউপি মেম্বার স্বপন তালুকদার বলেন, হাইদগাঁও-কেলিশহর সড়কটি খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক। এ সড়ক দিয়ে হাইদগাঁও, কেলিশহর সহ সাপমারা গুচ্ছ গ্রামে চলাচলের রাস্তা। গত ৭ দিন আগে পানির স্রোতে কালর্ভাটের ইউ ওয়াল ভেঙে পড়েছে। এতে রিক্সা, ভ্যান ছাড়া অন্য গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তাই মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সিটি নিউজ/এসআরএস