মিরসরাইয়ে পৌর মেয়রের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু

0

 

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার করোনায় আক্রান্তদের জন্য পৌর মেয়রের উদ্যোগে বিনামূল্যে জরুরী অক্সিজেন সেবা চালু করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) বিকেলে মেয়র রেজাউল করিম খোকন এই সেবার উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, করোনা মহামারিতে অনেকেই আছেন সময়মতো অক্সিজেন না পেয়ে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ছেন এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। তাই বারইয়ারহাট পৌরসভায় করোনায় আক্রান্তদের কথা বিবেচনা করে বিনামূল্যে জরুরী অক্সিজেন সেবা চালু করেছি।

প্রাথমিকভাবে ৩ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই কার্যক্রম শুরু করা হয়েছে। চাহিদা বাড়লে আরও অক্সিজেন সিলিন্ডার বাড়ানো হবে। দিনরাত ২৪ ঘণ্টা অক্সিজেন সেবা পাবেন পৌরবাসী, সেবা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় জনবলও নিশ্চিত করা হয়েছে।

বিনামূল্যে জরুরী অক্সিজেন সেবা কার্য্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা কৃষকলীগের সভাপতি ফরিদুল ইসলাম, নির্বাণ যুব সংঘের সভাপতি তানভীর আহাম্মেদ, পৌর কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, কামরুল ইসলাম, আবু নাঈম, শুভ, রাজ কুমার জয় প্রমুখ।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.