বরমা সেনবাড়িতে পুলিশ প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ

0

সৈয়দ শিবলী ছাদেক কফিল: কলকাতা ও চট্টগ্রামে বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, খ্যাতিমান আইনজীবি, দানবীর যাত্রা মোহন সেনের বাংলাদেশে বসবাসরত তাঁর একমাত্র দৌহিত্র মিলন সেনগুপ্ত ও তাঁর পরিবারের অতি সাধারণভাবে জীবন চলা চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী বরমায় জরাজীর্ণ ছোট একটি কুঁড়েঘরে। অতি সহজ-সরল বলে তাঁকে “সাধু” নামে গ্রামের সবাই চিনে।

মিলন কান্তি সেনগুপ্তের পিতা বীরেন্দ্র মোহন সেনগুপ্ত ভারতের কলকাতা নগরসভার পাঁচবারের নির্বাচিত মহনাগরিক (সিটি মেয়র), বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা, নিখিল ভারত কংগ্রেসের সভাপতি, নিজস্ব কোষাগার থেকে অভিবক্ত বাংলার সকল শ্রমিকের একদিনের বেতন প্রদান করে “দেশপ্রিয়” খেতাবপ্রাপ্ত ব্যারিস্টার যতীন্দ্র মোহন সেনগুপ্তের ছোটভাই।

বৈশ্বিক মহামারী করোনার বিপর্যস্ত পরিস্থিতিতে এ সেনবাড়িতে খাদ্যসামগ্রী প্রদান করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক (পিপিএম-সেবা)।

৫ জুলাই সোমবার দুপুরে পুলিশ সুপারের পক্ষে বরমা গ্রামের মিলনের বাড়িতে গিয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন সরকার মিলন কান্তি সেনগুপ্তের হাতে চাল, ডাল, তৈল, চিনি, মুরগী, ডিমসহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মো. মজনু মিয়া, বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, মিলনপুত্র লিটন সেনগুপ্ত বাবু, এডভোকেট মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লখ্য, ৪ জুলাই রোববার বিকেলে ঢাকাস্থ পুলিশ হেড কোয়ার্টারের এসপি মো. আয়ুব খান বরমার সেই সেনবাড়িটি পরিদর্শন করে তাঁদের খোঁজখবর নেন।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.