সিটি নিউজ : চট্টগ্রামের গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯০৭টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৬০৩ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৬৪ হাজার ২৯৯ জন। এইদিন করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১০ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ক্রমান্বয়ে বাড়ছে সংক্রমণ। কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। এত পদক্ষেপ নেওয়ার পরও সচেতন করা যাচ্ছে না সাধারণ মানুষকে।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৩৬ জন এবং উপজেলায় ১৬৭ জন। এছাড়া করোনায় মৃত্যুবরণকারী ৩ জনের মধ্যে ১ জন উপজেলার এবং ২ জন নগরের বাসিন্দা।
সিটি নিউজ/এসআরএস