করোনায় চট্টগ্রামে মৃত্যুর রেকর্ড

0

সিটি নিউজ : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যুবরণ করেছেন ১৪ জন। এটি এখন পর্যন্ত চট্টগ্রামে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।এসময়ে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৯ জন।

এদিন মৃত্যুবরণকারী ১৪ জনের মধ্যে ৭ জন উপজেলার এবং ৭ জন মহানগর এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭০৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়।

নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৪ দশমিক ৫ শতাংশ। আক্রান্তের মধ্যে ৪১৬ জন মহানগর এলাকায় এবং ২৯৩ জন উপজেলা এলাকার বাসিন্দা।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু মানুষের মধ্যে সচেতনতা তেমন একটা নেই। মানুষ এখনও উপলব্ধি করতে পারছে না- আমরা আসলে কোন পর্যায়ে আছি। মৃত্যুর হার একটি সংখ্যা মাত্র, কিন্তু এর পিছনে পরিবারগুলোর কি পরিমাণ ক্ষতি এবং কষ্ট লুকিয়ে আছে তা বর্ণনা করা যাবে না। তাই নিজেদেরই বিষয়টি নিয়ে সচেতন হতে হবে।

তিনি বলেন, এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মৃত্যু হয়েছে ৭৭১ জনের। এর মধ্যে মহানগরে ৪৯৭ জন এবং উপজেলায় ২৭৪ জন।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.