চট্টগ্রামে বাড়ছে করোনা রোগী, আজ সর্বোচ্চ শনাক্ত

0

সিটি নিউজ : চট্টগ্রামে বাড়ছে করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে  ৮২১ জনের শরীরে নতুন করোনা শনাক্ত হয়েছে, যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ আর একই সময়ে করোনা আক্রান্ত হয়ে ৯ জন মারা গেছেন।

সোমবার (১২ জুলাই) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৯ জুলাই সর্বোচ্চ ৭৮৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৮২১ জনের মধ্যে করোনা পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৫২৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৭৬ শতাংশ

লোহাগাড়ায় ৩ জন, সাতকানিয়ায় ৮ জন, বাঁশখালীতে ১১ জন, আনোয়ারায় ২৩ জন, চন্দনাইশে ১২ জন,
পটিয়ায় ১৭ জন, বোয়ালখালীতে ২৭ জন, রাঙ্গুনিয়ায় ২৭ জন, রাউজানে ৩৫ জন, ফটিকছড়িতে ৬ জন, হাটহাজারীতে ৫৭ জন, সীতাকুণ্ডে ১৪ জন,  মিরসরাইয়ে ৩৮  জন ও সন্দ্বীপে ১৬ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৮২৯ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৫০ হাজার ৬৬১ জন। বাকি ১৫ হাজার ১৬৮ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৩ জন নগরের বাসিন্দা, বাকি ৬ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৭৮০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫০০ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৮০ জন। রোববার (১১ জুলাই)  চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন  ১৪ জন। যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.