ত্রাণ নেইঃ মানুষ দিশেহারা

0

জুবায়ের সিদ্দিকীঃ দেশে করোনায় মানুষ আক্রান্ত হচ্ছে। মৃত্যুর মিছিল বাড়ছে। অন্যদিকে লকডাউনে ব্যবসা বাণিজ্যে ধ্বস নেমেছে।

মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা আর্থিক অভাব-অনটনে। মানুষের পাশে নেই বিত্তবান, শিল্পপতি, ধণার্ঢ্য ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা বা কোন রাজনৈতিক দলের নেতারা এবার কোন ত্রাণ সামগ্রী বিতরণ করছেন না।যার কারনে অভাবগ্রস্থ মানুষগুলো এখন দিশেহারা।

কবি সুকান্ত লিখেছিলেন, পৃথিবীময় সে সংক্রামক রোগে, আজকে সকলে ভুগছে একযোগে, এখানে খানিক তারই পূর্বাভাস। সুকান্ত অন্য এক কবিতায় লিখেছেন- ক্ষধার রাজ্যে পৃথিবী গদ্যময়ঃ পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।

সিটি নিউজ/জস/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.