নভেম্বর ও ডিসেম্বরে এসএসসি-এইচএসসি পরীক্ষার পরিকল্পনা

ঈদুল আজহার পর ফরম পূরণ

0

সিটি নিউজ,ঢাকা : দেশে কভিড-১৯ করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন,ঈদুল আজহার পর শুরু হবে এসএসসি – এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ। অনলাইনে ফরম পূরণের কাজ হবে। পরীক্ষার ফি দিতে অনলাইন লেনদেনের মাধ্যমগুলো ব্যবহার করে। এ বিষয়ে নির্দেশনা জারি করবে বোর্ড।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খানও। সিটি নিউজ / জি এস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.