গরুর বেচাকেনা এখনো জমে ওঠেনি

0

জুবায়ের সিদ্দিকীঃ চট্টগ্রাম মহানগরীতে গরুর হাটের ক্রয় বিক্রয় ১৭ জুলাই থেকে শুরু হলেও পাড়া-মহল্লায় অগনিত গরুর হাট রয়েছে। প্রচুর গরু উঠলেও এবার ক্রেতাদের ভীড় এখনও শুরু হয়নি। মানুষের আর্থিক ক্রয়-ক্ষমতা কমে গেছে। গত কোরবানী ঈদে যারা কোরবানী দিয়েছেন তাদের অনেকে কোরবানী দিতে পারছেন না আর্থিক অভাব-অনটনের কারনে।

অন্যদিকে করোনার লন্ডভন্ড করে দিয়েছে অনেক পরিবারকে। করোনায় স্বজন হারাদের আর্তনাদ ও করোনা রোগী নিয়ে অনেক পরিবার দিশেহারা। করোনা রোগী নিয়ে হাসপাতালে ছুটছেন অনেক পরিবার। আর্থিক অভাব-অনটন ও করোনার কারনে এবার কোরবানীর পশুর চাহিদা থাকলেও ক্রেতার ভীড় নেই। এমনকি অনলাইন বেচাকেনায়ও ভাল সাড়া নেই।

 

সিটি নিউজ/জস/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.