২৩ থেকে ৫ আগস্ট পর্যন্ত গার্মেন্টস কারখানা বন্ধ থাকবে

0

সিটি নিউজ ডেস্ক : ২৩ থেকে ৫ আগস্ট পর্যন্ত গার্মেন্টস কারখানাসহ সব শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

শনিবার (১৭ জুলাই) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ সময় সারাদেশে কঠোর বিধিনিষেধ পালিত হবে।

২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধের ঘোষণা দিয়ে রেখেছে সরকার। সর্বশেষ বিধিনিষেধে শিল্প-কারখানা খোলা থাকলেও এবার সেটি হচ্ছে না বলে শোনা যাচ্ছিল। এবার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর নিশ্চিত খবর পাওয়া গেল। সম্প্রতি ঈদুল আজহার কারণে ৮ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হয়েছে বিধিনিষেধ।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় ৭ দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.