বাঁশখালীতে ইউএনওর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ

0

বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী উপজেলার আশ্রয়ণ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।

রবিবার (১৮ জুলাই) সকালে পৌরসভার দক্ষিণ জলদী আশ্রয়ণ প্রকল্পের ৬৫ ঘর পরিদর্শন করেন ইউএনও। এসময় তিনি আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন। পরে তিনি আশ্রয়ণ প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ করেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, জলদী রেঞ্জ ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ উপস্থিত ছিলেন।

এসময় ইউএনও সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী মুজিববর্ষ উপলক্ষে বাঁশখালীর বিভিন্ন এলাকায় ভূমি ও গৃহহীনদের মাঝে দুই বরাদ্দে ৬৫ টি জমিসহ গৃহ প্রদান করেন। যেখানে তারা নির্বিঘ্নে বসবাস করছে। একটি ঘরের ত্রুটির খবর পেয়ে আমরা সংস্কার করে দিয়েছি। এই ঘরগুলোতে পানি, বিদ্যুৎ, যাতায়াতসহ আর কোন সমস্যা নেই। একই সময় আমরা প্রতি পরিবারকে পাঁচটি করে বনজ ও ফলজ গাছের চারা দিয়েছি।’

 

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.