হারারেতে টি-টোয়েন্টিতে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে বোলিংয়ের আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে। হারারেতে ম্যাচ শুরু বিকাল সাড়ে ৪টায়।

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে, সেই জিম্বাবুয়ের বিপক্ষে শততম টি টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। দুই দলের ১৩ বারের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে টাইগাররাই। ৪ হারের বিপরিতে ৯ জয় বাংলাদেশের। এই সিরিজে যদিও তামিম, মুশফিককে ছাড়াই লড়তে হবে মাহমুদউল্লাহদের, তারপরেও টি টোয়েন্টিতে নিজেদের একশতম ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেননা টাইগার অধিনায়ক রিয়াদ।

তবে সামগ্রিক হিসেবে টি-টোয়েন্টিতে গত ৯৯ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৩২ ম্যাচে ও হেরেছে ৬৫ ম্যাচ।

এর আগে তিন ম্যাচ সিরিজের ৩য় ও শেষ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তামিমের নেতৃত্বে প্রায় এক যুগ পর জিম্বাবুয়ের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ২০০৯ সালে জিম্বাবুয়ের মাটিতে শেষ সিরিজ জয় পেয়েছিল বাংলাদেশ। এর পর ২০১১ ও ২০১৩ সালে হেরেছিল।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.