জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ৪র্থ বর্ষের সমন্বিত ফল প্রকাশ

0

সিটি নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল (সিজিপিএ) প্রকাশ করা হয়েছে। সোমবার বিকেল ৪টায় এই ফলাফল প্রকাশ করা হয়।

যেসব পরীক্ষার্থী অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ এবং ৪র্থ বর্ষের সব বিষয়ে সব কোর্সে উত্তীর্ণ হয়েছেন, শুধু সেসব পরীক্ষার্থীর ৪ বছরের সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত তথ্য ও ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd অথবা www.nubd.info) এ পাওয়া যাবে। ২০ জুলাই অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল পুনঃ নিরীক্ষার আবেদন ২৯ জুলাই থেকে শুরু হবে। ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃ নিরীক্ষণের জন্য ওই দিন সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ২১ আগস্ট রাত ১২টা পর্যন্ত। ২২ আগস্ট রোববার বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) এ পাওয়া যাবে।

 

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.