চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

0

সিটি নিউজ : চট্টগ্রামে কমে আসছে করোনা শনাক্ত ও মৃত্যু।  চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। আর একই সময়ে নতুন করে ৭৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (৩১ জুলাই) রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে ৩০ জুলাই এক হাজার ৪৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ছয়টি ল্যাবে দুই হাজার ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে এক হাজার ৭৪২ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬৪৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩৪ দশমিক ৭৭ শতাংশ।

লোহাগাড়ায় এক, সাতকানিয়ায় ১২, বাঁশখালীতে এক, আনোয়ারায় ২১, চন্দনাইশে পাঁচ, পটিয়ায় দুই, রাউজানে সাত, ফটিকছড়িতে ২২, হাটহাজারীতে দুই, সীতাকুণ্ডে ১২, মিরসরাইয়ে দুই এবং সন্দ্বীপে ছয়জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৯৫৯ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৬১ হাজার ৫৫৬ জন। বাকি ২০ হাজার ৪০৩ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের তিনজন নগরের বাসিন্দা, বাকিরা বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৯৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৭৭ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩৮৫ জন।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.