বঙ্গবন্ধুর চেতনাকে শানিত করেছিলেন বঙ্গমাতা-এম এ মোতালেব

ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালন

0

সিটি নিউজ,চট্টগ্রাম : সাতকানিয়া উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পালন করা হয় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি বলেন,
বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম এর প্রতিটি সংকেট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে কেবলই একজন সহধর্মিণী হিসেবে নয়, বরং ছায়া হয়ে সাংসারিক জীবনের অন্তরালে কাজ করেছেন একজন সংগঠক হিসেবে।
সাংসারিক বিভিন্ন টানাপোড়েন ও য়ত সমস্যার মাঝেও দুর্দিনে দলকেমপরিচালনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এ সকল ত্যাগ – তিতিক্ষার মাঝে অনুপ্রেরণা হয়ে কাজ করে স্বামী শেখ মুজিবকে পৌঁছে দিয়েছেন সাফল্যের দৌড় গড়ায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেজা তুজ জোহরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আবুল কালাম, উপজেলা প্রকৌশলী পারভেজ সরোয়ার, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র, মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি মাহফুজুর নবী খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান, আমিলাইষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, উত্তর সাতকানিয়া সেচ্ছাসেবক লীগের সভাপতি এরফানুর রহমান সুমন, সাধারন সম্পাদক আবু সালেহ শান, উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব মোঃ দিনার, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নির্ঝর বড়ুয়া, সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়ার ফারুক ইমু প্রমুখ।
অনুষ্ঠান শেষে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.