“বঙ্গবন্ধুর শূন্যতা কখনো পুরণ হবার নয়”- ফরিদ মাহমুদ

জাতীয় শোক দিবসে দুস্থদের মাঝে খাবার বিতরণ

0

সিটি নিউজ,চট্টগ্রাম : সমাজসেবক,রাজনীতিক ফরিদ মাহমুদ বলেছেন,বঙ্গবন্ধুর শূন্যতা কখনো পুরণ হবার নয়। শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বকিয় জাতী হিসেবে বিশ্বের বুকে আজ নানা অঙ্গণে সাফল্যের স্বাক্ষর রাখছে।
তিনি শিখিয়েছেন কিভাবে সম্রাজ্যবাদ,স্বৈরচার সামরিক জান্তার বিপক্ষে,অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়।কিভাবে মৌলবাদ,ধর্মান্ধ গোষ্ঠিকে মোকাবিলা করে একটি অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হয়।বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল। বিনিময়ে খুনিরা তাকে স্বপরিবারে হত্যা করেছে।ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুর কন্যা আজ জাতীকে আলোর পথ দেখাচ্ছে।
আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে শনিবার(১৪ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাব্যাপী অনুষ্ঠানে অসহায় দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসুচীগুলোর মধ্যে খতমে কোরান,মিলাদ মাহফিল,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ।
এসময় নেতৃবৃন্দের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য নেছার আহমেদ,আব্দুল আউয়াল,শেখ নাছির আহমেদ,১৪ নং ওয়ার্ড কাউন্সিলার আবুল হাসনাত বেলাল,দেলোয়ার হোসেন দেলু,সাজ্জাদ আলী খান বাহাদুর,কাজল প্রিয় বড়ুয়া,হোসেন সরওয়ার্দী,আশরাফুল গনি চৌধুরী।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অলিউর রহমান সোহেল,মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হাসান রুমি,জহির উদ্দিন সুমন,মহিদুল হক সুমন,রাশেদ চৌধুরী,মোহাম্মদ নুরুজ্জামান,দেলোয়ার হোসেন সুমন,বাবলু দাশ,আমিনুল ইসলাম আজাদ,মোহাম্মদ দেলোয়ার,এস এম আব্বাস উদ্দিন,আশরাফুল আলম টিপু,সাঈদ হোসেন সোহেল,বিপ্লব বর্ধন,মজিবুর বহমান মজিব,আনিসুর রহমান মামুন,ওমর গনি মানিক,মোহাম্মদ রাজিব শাহ,ইয়াছিন ভুঁইয়্যা,ইমরান আলী রাজু,সজল মিয়া,মোহাম্মদ আজাদ,মোহাম্মদ সালমান,মোহাম্মদ জালাল উদ্দিন,মোহাম্মদ আলী হাসান,আশরাফুল আলম সিদ্দীকি,আরিফ উদ্দিন,সালামত উল্লাহ মানিক,নুর উদ্দিন বাবু,সাজ্জাদ হোসেন,আশেক এলাহী,মোবারক উল্লাহ রিগ্যাল,মোহাম্মদ রকি,মোহাম্মদ রুবেল,মিজানুর রহমান মিজান,সাইফুল ইসলাম,জামিল উদ্দিন জুয়েল,কাওছার হোসেন,মোহাম্মদ রাসেল হোসেন প্রমুখ।শেষে দুস্থদের মাঝে খাবার তুলে দেন প্রধান অতিথি ফরিদ মাহমুদ,বিশেষ অতিথিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.