সীতাকুণ্ডে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন

0

কামরুল ইসলাম দুলু: ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে ১৫ আগস্ট লিপিবদ্ধ হয়ে থাকবে এবং এই হত্যাকান্ডের সাথে জড়িতরা ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহিৃত হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে বেলা ১১ টায় প্রশাসনের উদ্যেগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

এর আগে সকালে সীতাকুণ্ড উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে পুষ্পমাল্য নিয়ে মিলিত হয় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, মডেল থানা, হাইওয়ে থানা, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও স্বেচ্ছাসেবী সংগঠন। সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, জেলা পরিষদ সদস আ ম ম দিলসাদ, মডেল থানার ওসি আবুল কালাম আজাদ, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, মুক্তিযুদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার ছানা উল্লা, মুক্তিযুদ্ধা মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার নুরউদ্দিন রাশেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, ছাদাকাত উল্লাহ মিয়াজী, সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মঞ্জু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহআলম, শিক্ষা অফিসার নুরচ্ছপাসহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.