বাঁশখালী প্রেস ক্লাবের উদ্যোগে শোক দিবস উদযাপন

0

বাঁশখালী প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাঁশখালী প্রেস কাব এর উদ্যোগে জাতির জনকের প্রতিকৃর্তিতে পুষ্প স্তবক অর্পন এবং বাঁশখালী প্রেস কাবের কার্যালয়ে ক্লাবের আহবায়ক দিলীপ কুমার তালুকদার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে ৭৫ এর সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন সাবেক সভাপতি দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার অভি, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, দৈনিক যুগান্তর প্রতিনিধি, আবু বক্কর বাবুল, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আবদুল জব্বার, সাবেক কোষাধ্যক্ষ দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ, দৈনিক আলোতিক বাংলাদেশ ও মানবকন্ঠ প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের, দৈনিক বায়ান্ন প্রতিনিধি মো: তাফহীমুল ইসলাম, চট্টলা প্রতিনিধি রিয়াদুল ইসলাম রিয়াদ প্রমুখ।

 

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.