সিটি নিউজ : ফ্রি অক্সিজেন সেবা, বৃক্ষরোপণ ও ব্লাড ব্যাংকের লোগো উন্মোচনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নবাসীর সংগঠন ‘বরকল ইউনিয়ন প্রবাসী ফোরাম’ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) বিকালে কানাইমাদারী কাদেরিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কর্মসূচির উদ্ভোধন করেন বরকল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান।
এ-উপলক্ষ্যে সংগঠনটির উপদেষ্টা এম.এ সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মৌলানা সোলাইমান ফারুকী, বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের উপদেষ্টা মুহাম্মদ মোহছেন আলী, সরওয়ার কামাল বাবুল, আনছারুল হক আনসার, এসআই দস্তগীর হোসেন মানিক।
তৌফিক আলম চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সিমপির মানবিক পুলিশ ইউনিটের সাবেক টিম লিডার শওকত হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি ইলিয়াছ মিয়া, সহ-সাধারণ সম্পাদক সালামত উল্লাহ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, দফতর সম্পাদক জয়নুল আবেদীন চৌধুরী, সহ-প্রচার সম্পাদক সরওয়ার ভুইয়া, সিনিয়র সদস্য আব্দুল মুবিন, মিজানুর রহমান, নুরুল হাকিম, ফরিদ উদ্দীন, মুখতার হোসেন, কামাল উদ্দীন, আমিনুল ইসলাম প্রমুখ।
সিটি নিউজ/এসআরএস