চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের বৃক্ষ রোপন ও বিতরণ

0

চন্দনাইশ প্রতিনিধি: সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন চন্দনাইশ সমিতি-চট্টগ্রাম।

প্রতি বছরের ধারাবাহিকতায় ২৭ আগষ্ট সকালে চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের পক্ষ থেকে চন্দনাইশের ২টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের নিকট পৃথক পৃথক স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সে সাথে প্রতিটি বিতরণকৃত স্থানে বৃক্ষের চারা রোপন করা হয়।

উপজেলার কাঞ্চননগর বিজিসি ট্রাস্ট, হাশিমপুর ছৈয়দাবাদ, সাতবাড়িয়া নাজির হাট, বৈলতলী ইউনুছ মার্কেট ও ধোপাছড়ি বাজারে এসকল কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তাহের চৌধুরী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাকসুদুর রহমান, এম এ ফয়েজ, আবদুল মান্নান, এড. নজরুল ইসলাম, মো,্ইদ্রিস, আবদুল আলিম, আনম হাসান চৌধুরী, এড. নজরুল ইসলাম সেন্টু, এড. মো. ফোরকান, আবদুল্লাহ শাদ ফারুক মুন্না প্রমুখ।

সিটি নিউজ / এসআরএস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.