চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে ২১ দালালকে সাজা

0

সিটি নিউজ : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অভিযান চালিয়ে ২০ দালাল ও প্রতারককে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় এই অভিযান চালানো হয়। পরে তাদের অর্থদণ্ড দেওয়া হয়। 

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সহায়তায় বিআরটিএ ও জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিআরটিএ’র শাহরিয়ার মুক্তার বলেন, র‍্যাবের সহায়তায় বিআরটিএ কার্যালয়ে দালালের উৎপাতের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২১ দালালকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে কারাদণ্ড এবং ২০ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা প্রত্যেকেই বিআরটিএতে সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে অসাধু উপায়ে টাকা আদায় করতেন বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সিটি নিউজ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.