চট্টগ্রামে পৌঁছেছে মডার্না ও সিনোফার্মের আরও তিন লাখ ১৩ হাজার টিকা

0

সিটি নিউজ: করোনা প্রতিরোধে চট্টগ্রামে মডার্না, সিনোফার্মের আরও তিন লাখ ১৩ হাজার ডোজ টিকা পৌঁছেছে। রোববার (৫ সেপ্টেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে টিকা বহনকারী বিশেষ গাড়িটি পৌঁছায়। এরপর টিকাগুলো চট্টগ্রামের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়।

 

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আরও তিন লাখ ১৩ হাজার ডোজ টিকা এসেছে। এর মধ্যে সিনোফার্মের দুই লাখ ৫৫ হাজার ডোজ এবং মডার্নার ৫৮ হাজার ডোজ টিকা রয়েছে।

তিনি বলেন, আগামী ৭ সেপ্টেম্বর গণটিকার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। এরমধ্যে নগরীতে যারা গণটিকার প্রথম ডোজে মর্ডানার টিকা নিয়েছিলেন দ্বিতীয় ডোজে তাদের মর্ডানা টিকা দেওয়া হবে। আর উপজেলায় সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। যারা গণটিকার প্রথম ডোজ পেয়েছিলেন শুধুমাত্র তারাই দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। সাত তারিখের আগেই কেন্দ্রগুলোতে টিকা পৌঁছে দেওয়া হবে।

এর আগে ২১ আগস্ট চট্টগ্রামে মডার্না, সিনোফার্মের আরও এক লাখ ৫৩ হাজার ৮০০ ডোজ টিকা এসেছিল। আর ১৪ আগস্ট চট্টগ্রামে মডার্না, সিনোফার্মের আরও তিন লাখ ৩৫ হাজার ২৮০ ডোজ টিকা এসেছিল। এছাড়াও চট্টগ্রামে তিন দফায় অ্যাস্ট্রাজেনেকার আট লাখ ৭০ হাজার ডোজ টিকা এসেছিল। এর মধ্যে ৩১ জানুয়ারি প্রথম দফায় এসেছিল ৪ লাখ ৫৬ হাজার ডোজ। ৯ এপ্রিল দ্বিতীয় দফায় এসেছিল ৩ লাখ ৬ হাজার ডোজ। তৃতীয় দফায় ৬ আগস্ট আসে ১ লাখ ৮ হাজার ডোজ।

এছাড়া গত ১১ জুলাই ও ৬ আগস্ট দুই দফায় মডার্নার ১ লাখ ৪৩ হাজার ৪০০ ডোজ টিকা আসে। তিন ধাপে সিনোফার্মের আসে ৩ লাখ ৩২ হাজার ৮০০ ডোজ টিকা।

সিটি নিউজ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.