সিটি নিউজ : হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক নির্বাচিত করতে আজ (৮ সেপ্টেম্বর) বুধবার সকালে বৈঠকে বসে শূরা কমিটি। সকাল সাড়ে ১১টার দিকে বৈঠকে উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা মুফতি আব্দুস ছালামকে মহাপরিচালক ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ পর তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মাদরাসার শুরা সদস্য ও ফটিকছড়ির জামিয়া উবাইদিয়া নানুপুর মাদরাসার পরিচালক মাওলানা সালাহউদ্দিন নানুপুরী।
তিনি বলেন, মাওলানা আবদুস সালাম চাটগামী মাদরাসায় বেলা ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বর্তমানে তার মরদেহ হাটহাজারী মাদরাসায় রয়েছে।
এদিকে, আজ বুধবার হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক, সহযোগী ও সহকারী মহাপরিচালক, শিক্ষা সচিব, শায়খুল হাদিস নির্বাচনে শুরা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মুফতি আব্দুস ছালাম চাটগামীকে মহাপরিচালক হিসেবে নির্বাচন করা হয়। সহকারী মহাপরিচালক হিসেবে আল্লামা মুহাম্মদ ইয়াহিয়া এবং শাইখুল হাদিস হিসেবে আল্লামা শেখ আহমদ ও আল্লামা শোআইব জমীরীকে নির্বাচন করা হয়।
গত বছরের ১৯ সেপ্টেম্বর হাটহাজারী মাদরাসা পরিচালনায় তিন সদস্যের একটি কমিটি করা হয়। ওই কমিটির সদস্য ছিলেন চাটগামী।
সিটি নিউজ