টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি টিকিটের দাম ১৯ লাখ ৩০ হাজার টাকা

0

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপকে নিয়ে ক্রেকিটপ্রেমিদের আগ্রহের কোনো শেষ নেই। দুবাইয়ে মাঠে বসে সেরা জায়গায় খেলা দেখতে কে না চায়? কিন্তু এবার মনে হচ্ছে কোটিপতি হওয়া ছাড়া স্টেডিয়ামের ভালো আসনগুলোতে বসা যাবে না।

আইসিসি কর্তৃক নির্ধারিত টিকিটের দাম দেখে সবাই সেটাই ভাববে।

বিশ্বকাপের এবারের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত ও আইসিসি এ আসরে মোট দুই রকমের বিশেষ স্যুইটের ব্যবস্থা করেছে।

উইকেট বরাবর রয়্যাল বক্সের দুই পাশে এ দুইটি স্যুইট থাকছে। যেগুলোর মধ্যে ২০টি আসন ভিআইপি এবং ১০টি আসন কর্পোরেট স্যুইট।

ভিআইপি স্যুইটের টিকিটের দাম ১৬ লাখ ৬৫ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ৩ কোটি ৮৬ লাখ টাকা।

এক্ষেত্রে প্রতিটি আসনের দাম পড়বে প্রায় ১৯ লাখ ৩০ হাজার টাকা। যদিও এক টিকিটে ১৩টি ম্যাচ দেখার সুযোগ রেখেছে আইসিসি। সেক্ষেত্রে প্রতি ম্যাচের জন্য দর্শকের খরচ করতে হবে প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা।

অপরদিকে কর্পোরেট স্যুইটের টিকিটের দাম ৬ লাখ ৯০ হাজার দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। প্রতিটি আসনের খরচ পড়বে প্রায় ১৬ লাখ টাকা। এ টিকিট কিনলেও ১৩টি ম্যাচ দেখার ব্যবস্থা আছে। সেক্ষেত্রে প্রতি ম্যাচে দর্শকের ব্যয় করতে হবে প্রায় ১ লাখ ২৩ হাজার টাকা।

অবশ্য ভিআইপি এ টিকিট কিনলে ভিআইপি খাওয়া-দাওয়ার ব্যবস্থাও রেখেছে আইসিসি।

সিটি নিউজ

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.